নড়াইলের লোহাগড়ায় চর কালনার নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় ট্রাক্টরের ধাক্কায় একজন কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতি খানম (১০) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং সে টি চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চর কালনার রেল প্রকল্প কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ধাক্কায় কিশোরী জান্নাতি খানম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় ট্রাক্টরের চালক চরবগজুড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে নয়ন (১৭) ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন
শুভ জন্মদিন নড়াইল।
ব্রিটিশ শাসন পর্বে ১৭৮৬ সালে যশোর জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
১৮৬১ সালে যশোর জেলার বিশাল পরিসরের মধ্যে নড়াইল মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। মূলত নীল বিদ্রোহকে কেন্দ্র করেই নড়াইলে মহকুমা স্থাপিত হয়েছিল।
জায়গা নির্বাচনের জন্য গোপালগঞ্জ,ভাটিয়াপাড়া,লোহাগড়া এবং নলদীর কাছে কুমারগঞ্জের কথাও উল্লেখিত হয়। অবশেষে মহকুমা কার্যালয় স্থাপিত হয় নড়াইলের মহিষখোলা মৌজায়।
মহকুমায় পরিণত হওয়ার প্রায় ১২৩ বছর পরে ১৯৮৪ সালের ১ মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয় নড়াইল জেলা।