২য় কিস্তি:
১.গর্ভবতী অবস্থায় কুর’আন তেলাওয়াত করুন বা শুনুন:
বাচ্চারা পেটে থাকতে বাইরের প্রতিটা কথা, শব্দ শুনতে পায়। বাবা মায়ের কথা বেশি শুনে বলে বাচ্চারা জন্মের পর বাবা মাকে আগে চিনে। এই সময় বেশি বেশি কুর’আন তেলাওয়াত করলে সে মনে এক ধরনের শান্তি অনুভব করবে।
২. বাচ্চা জন্মের পর তার সামনে বেশি বেশি কুর’আন পড়ুন:
বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তার চারপাশের জিনিসের প্রতি আগ্রহ বাড়তে থাকে। ছোট থেকে আপনাকে কুর’আন হাতে দেখলে ও রোজ বা প্রায়ই তেলাওয়াত করতে শুনলে বাচ্চার কুর’আনের প্রতি আকর্ষণ বাড়বে।
৩. ছোট থেকেই বাচ্চাকে আরবি হরফের সাথে পরিচিত করে তুলুন:
ছোট বাচ্চারা খুব দ্রুত শিখে।
প্রথম কস্তি :
আপনার সন্তানকে কিভাবে ইসলাম শিক্ষা দিবেন:
আজকাল বাচ্চারা ভিডিও গেম,
টিভি, মিউজিক ইত্যাদির প্রতি যেমন আকর্ষণ বোধ করে ধর্মের প্রতি তাদের ঠিক তেমনি বিকর্ষণ কাজ করে। ধর্ম শিক্ষা বলতে গেলে ইসলাম শিক্ষা তাদের কাছে বোরিং লাগে। কুর’আন তেলাওয়াতের সৌন্দর্য
তাদের স্পর্শ করেনা। এখনকার দিনের বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী জানেনা, সত্যিকারের হিরো সাহাবী (রাঃ) দের চিনেনা যেভাবে তারা সিনেমা বা নাটকের নায়ক নায়িকাদের চিনে। ফলে পরবর্তীতে আমরা নাস্তিক বা নামে মুসলিম এক জেনারেশন পাচ্ছি। সন্তান ধর্ম শিক্ষা পায় পরিবার থেকে। আসুন জেনে নেই বাচ্চাকে ইসলাম ধর্ম শিক্ষা দেয়ার কিছু উপায়।
#সুখবর___সুখবর___সুখবর
মাদরাসার পরিক্ষার পর হাফেজ আলেমদের জন্য ৭দিনের আবাসিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
#প্রশিক্ষণের পর মাদ্রাসার যাবতীয় কাজ ইংরেজি, বাংলা, আরবি ও উর্দুতে কম্পিউটারে করতে পারবেন ইনশাআল্লাহ।
স্থান- কামরাঙ্গীরচর, ঢাকা
#বিস্তারি উলামাকম্পিউটারপ্রশিক্ষণ_কেন্দ্র_UCTC 01982367420=01949265380
Aminur Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
GAMING MR BOOYAH
Delete Comment
Are you sure that you want to delete this comment ?